২৩ অক্টোবর ২০২৫

পুলিশি হেফাজতে নির্যাতন, পাঁচলাইশের ওসি ও এসআইয়ের বিরুদ্ধে মামলা

বাংলাধারা প্রতিবেদন »

গত বছরের ১০ ডিসেম্বর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে কিডনি রোগী মায়ের ডায়ালাইসিস ফি বৃদ্ধির প্রতিবাদ করে গ্রেফতার হয়েছিলেন সৈয়দ মোস্তাকিম। পরে ছাড়া পেয়ে পুলিশি হেফাজতে নিয়ে নির্যাতন করেন পাঁচলাইশ থানা পুলিশ, এমন অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় পাঁচলাইশ থানার ওসি ও এক এসআইয়ের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এই ভুক্তভোগী। আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুননেছার আদালত পুলিশ সুপার পদ মর্যাদার নিচে নয় এমন কর্মকর্তাকে দিয়ে তদন্ত করে আগামী ২৭ মার্চের মধ্যে প্রতিবেদন দিতে সিআইডিকে নির্দেশ দিয়েছেন।

আদালত একই সাথে বাদি ও তার পরিবারের নিরাপত্তা বিধানের জন্যে কেন নির্দেশ প্রদান করবে না সে বিষয়ে আসামিদের ১৪ দিনের মধ্যে জবাব দিতে বলেছেন।

মামলায় পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন (৪২), এসআই আবদুল আজিজ (৩৮) ছাড়াও অজ্ঞাতনামা আরও এক পুলিশ সদস্যকে অভিযুক্ত করা হয়েছে।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট জিয়া হাবীব আহ্সান জানান, পুলিশি হেফাজতে মোস্তাকিমকে নির্যাতনের অভিযোগে ওসিসহ ৩ পুলিশের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। আদালত ভুক্তভোগীর জবানবন্দি গ্রহণ শেষে সিআইডিকে তদন্তে নির্দেশ দেন।

আরও পড়ুন