বাংলাধারা প্রতিবেদক »
মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে চট্টগ্রামের মিউনসিপাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে তৈরি অস্থায়ী শহীদ মিনারে মানুষের ঢল নেমেছে। মানুষের ঢলের কারণে সেখানে চরম বিশৃঙ্খলা ও ধাক্কাধাক্কির সৃষ্টি হয়েছে ।
রাত ১২ টা ১ মিনিটে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এম মেয়র রেজাউল করিম চৌধুরী। এসময় মেয়রের সাথে উপস্থিত ছিলেন চসিকের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। মেয়রের পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ বেদীতে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দলটির প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে সাথে নিয়ে দলের পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন।

মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ শহীদ বেদী থেকে নামতেই তৈরি হয় বিশৃঙ্খলা। শ্রদ্ধা জানানোর ধারাবাহিকতা ভেঙে বিভিন্ন গ্রুপ জটলা করে জুতা পায়েও শহীদ মিনারের বেদীর উপর উঠে যায়। ছবির ফ্রেমে জায়গা করে নিতে একে অন্যের সাথে জড়িয়ে পড়েন হাতাহাতি, টানা হ্যাচড়ায়। তাদের ধাক্কাধাক্কি থেকে রক্ষা মেলেনি পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়ের নেৃত্বতাধীন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুস্তবক অর্পণ করতে আসা টিমেরও।

একুশের প্রথম প্রহরকে ঘিরে শহীদ মিনার এলাকায় পর্যাপ্ত আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি থাকলেও এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের ভূমিকা কার্যত ব্যর্থ বলছেন চট্টগ্রামের সাংবাদিক নেতৃবৃন্দ ও সচেতন মহল।

তবে কোনো বিষয় নিয়ে মিডিয়ায় কথা বলতে রাজি হননি নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা।












