৬ নভেম্বর ২০২৫

লোহাগাড়া/ বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক-হেলপার আহত

লোহাগাড়া প্রতিনিধি »

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতিতে বাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় উপজেলার চুনতি মিঠার দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতরা হলেন— মিনি ট্রাক চালত মাহবুব (৩৮) ও হেলপার মিজান (২০)।

দোহাজারী হাইওয়ে থানার এসআই সুমন রহমান বাংলাধারাকে জানান, চট্টগ্রামমুখী শ্যামলী পরিবহনের বাসের সাথে বিপরীতমুখী মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মিনি ট্রাকটির সামনের অংশে দুমড়ে-মুচড়ে যায়। তবে বাসটি ঘটনাস্থলে পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত মিনি ট্রাকটি থানা হেফাজতে রয়েছে।

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা বকুল হোসেন বাংলাধারাকে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত ২ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ