বাংলাধারা ডেস্ক »
একুশের প্রথম প্রহরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপপক্ষ বিজয়ের একপক্ষের পুষ্পস্তবক অর্পণ র্যালিতে অন্যপক্ষের আক্রমণের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের মোড়ে সংঘর্ষে জড়ায় পক্ষ দুটি।
জানা গেছে, উপপক্ষ বিজয়ের অনুসারীরা ‘ব্রাদার্স’ ও ‘মকু’ নামক দুটি ভাগে বিভক্ত। এর মধ্যে ‘ব্রাদার্স’ পক্ষটি আলাওল হল ও এ এফ রহমান হলে এবং অপরপক্ষ ‘মকু’ সোহরাওয়ার্দী হলে অবস্থানরত।
রাত ১২টার পর একুশের প্রথম প্রহরে ব্রাদার্সের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী হলের সামনে দিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের উদ্দেশে যেতে চাইলে সোহরাওয়ার্দী হলে অবস্থানরত মকুর নেতাকর্মীরা তাদের বাধা দেয়। এসময় দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে তা সংঘর্ষে রূপ নেয়। এতে প্রায় ২০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
চবি মেডিকেল সেন্টারের কর্তব্যরত কর্মকর্তা দেলোয়ার জানান, ১১ জন খাতায় নাম লিখেছে৷ কিন্তু প্রায় ২০ জনের মতো এখানে চিকিৎসা নিতে এসেছে। পাঁচজনের অবস্থা গুরুতর। একটা-দুইটা করে সেলাই লেগেছে। এর মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজেও (সিএমসি) পাঠানো হয়েছে।
এই কর্মকর্তা আরও বলেন, বাকিদের মধ্যে কেউ হাত, পা, চেহারা, রান ও গোড়ালি ইত্যাদিতে ইট-পাথরের আঘাত পেয়েছেন। তারা প্রত্যেকেই চিকিৎসা নিয়ে নিয়ে ফিরে গেছেন।
মকুর নেতা মোহাম্মদ দেলোয়ার বলেন, গত কয়েক দিন ধরে আলাওল হলে থাকা আমাদের কিছু কর্মীকে তারা বের করে দেওয়ার চেষ্টা করছে। আজকে রাতে আমরা আলাওল হলের দিকে যেতে চাইলে তারা আমাদের ধাওয়া করে।
অপরদিকে ব্রাদার্সের একাধিক নেতাকর্মী জানান, একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশে পুষ্পস্তবক নিয়ে যাওয়ার সময় তাদের ওপর হামলা চালানো হয়।
তবে, পক্ষ দুটির সংঘর্ষ ঘণ্টা পেরোলেও ঘটনাস্থলে পুলিশ ব্যাতীত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাউকে দেখা যায়নি। ফলে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলতে থাকে। যা রাত দুইটা পর্যন্ত চলে। সূত্র : ঢাকামেইল












