৫ নভেম্বর ২০২৫

ভাষা শহীদদের প্রতি বুবলী-বীরের শ্রদ্ধা

বিনোদন ডেস্ক »

আজ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে রাস্তায় নেমে এসেছিল ছাত্র-জনতা। ১৪৪ ধারা ভেঙে বের করেছিল মিছিল। সেই মিছিলে পুলিশের গুলিতে নিহত হন সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরও কয়েকজন।

শহীদদের সেই আত্মত্যাগকে স্মরণ করে প্রতিবছর এদেশের মানুষ পালন করে শহীদ দিবস। জাতির বীর সন্তানদের প্রতি জানায় শ্রদ্ধাঞ্জলি। এরইমধ্যে বিশ্বের দরবারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে দিনটি।

বরাবরের মতো এবারও এদিন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন দেশের মানুষ। ঢালিউড তারকা শবনম বুবলীও রয়েছেন এই দলে। পুত্র বীরকে নিয়ে ভাষা শহীদদের প্রতি জানিয়েছেন শ্রদ্ধা।

আজ ২১ ফেব্রুয়ারি নিজের ফেসবুকে বীরের সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করেছেন বুবলী। ছবিতে তার পরনে একুশের শাড়ি আর বীরের পরনে পাঞ্জাবি। মা-ছেলে একুশের সাজে সজ্জিত হয়ে দাঁড়িয়ে আছেন একগুচ্ছ রজনীগন্ধা ও গ্ল্যাডিওলাস হাতে।

ক্যাপশন দেখে বোঝা গেছে, মা ও সন্তানের এ শ্রদ্ধাঞ্জলি ভাষা আন্দোলনে বুকের তাজা রক্ত ঢেলে দেওয়া সূর্য সন্তানদের জন্য। বুবলী লিখেছেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা আন্দোলনের সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধান্জলি।’

এদিকে বুবলী শেষ করেছেন ‘প্রহেলিকা’ সিনেমার কাজ। এতে তার বিপরীতে আছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। সিনেমাটির নির্মাতা চয়নিকা চৌধুরী। এছাড়াও একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন এ তারকা।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ