লোহাগাড়া প্রতিনিধি »
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদর ইউনিয়নে গভীর রাতে মজিদার পাড়ায় অগ্নিকাণ্ডে ৭ বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার দিনগত রাত ২ টার দিকে উপজেলা সদরের খান মোহাম্মদ সিকদার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন— মাওলানা নুরুল ইসলাম, নুরুল আজিম, মো. রফিক মো. জিয়াবুল, আবদুল মজিদ, তৌহিদুল ইসলাম, মো. আইয়ুব।
স্থানীয় ইউপি সদস্য আব্দুস ছবুর বাংলাধারাকে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ঘরের চারিদকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টায় ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ততক্ষণে আগুনে বাড়ির ঘর পুড়ে যায়। আগুনে বাড়ির মালামাল কিছুই রক্ষা করতে পারেনি। ঘরসহ এতে পরিবারের কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে লোহাগাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কন্ট্রোলের পঙ্কজ পাল বাংলাধারাকে বলেন, আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। ঘণ্টাব্যাপী প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ক্ষয়ক্ষতি পরিমাণ প্রায় ২ লাখ টাকার মতো হতে পারে। তবে ৪ লাখ টাকার মতো মালামাল উদ্ধার করা হয়েছে।












