৬ নভেম্বর ২০২৫

লোহাগাড়ায় টপ সয়েল কাটায় দেড় লাখ টাকা জরিমানা

লোহাগাড়া প্রতিনিধি »

চট্টগ্রামের লোহাগাড়ার মধ্যরাতে চরম্বার নয়া পাড়ায় কৃষি জমির টপ সয়েল ও টিলা কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জমির উদ্দিন (৩৪) নামে এক ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে ভোররাত পর্যন্ত অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।

দণ্ডিত জমির চরম্বা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিবিবিলা এলাকার নুরুল কবিরের পুত্র।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান জানান, এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে অবৈধভাবে কৃষি জমির টপসয়েল ও টিলার দায়ে জমির উদ্দিন (৩৪) নামে এক ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অভিযানে স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশ সার্বিক সহযোগিতা করেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ