৬ নভেম্বর ২০২৫

কোতোয়ালীতে নিজের বন্দুকের গুলিতে পুলিশ সদস্য আহত

বাংলাধারা প্রতিবেদক»

নগরীর ডিসি হিল এলাকায় দায়িত্ব পালনকালে নিজের বন্দুকের গুলিতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনার সময় সে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সেন্ট্রিবক্সে দায়িত্ব পালন করছিলেন।

সোমবার (২০ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার অপারেশন হয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত নন।

এর আগে গত রোববার (১৯ ফেব্রুয়ারি) নগরীর ডিসি হিলে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের বাসভবনে এ ঘটনা ঘটে।আহত চট্টগ্রাম জেলা পুলিশের কনস্টেবল প্রণব বড়ুয়া (২৬) বিভাগীয় কমিশনারের বাস ভবনের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তার বাড়ি কক্সবাজারে।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা জানান, কনস্টেবল প্রণব রোববার বিকেলে সেন্ট্রিবক্সে দায়িত্ব পালন করছিলেন। নিজের বন্দুকের গুলিতে তিনি আহত হন।

কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবির বলন, ডিউটিতে থাকাবস্থায় নিজের চায়নিজ রাইফেলের গুলি প্রণবের পেটে লাগে। প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার অপারেশন হয়েছে। কথা বলার মতো অবস্থা হলে এ বিষয়ে তার কাছ থেকে বিস্তারিত জানা যাবে।

এসইউ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ