৬ নভেম্বর ২০২৫

কাফকো থেকে ৬০ হাজার টন সার কিনবে সরকার

বাংলাধার ডেস্ক»

কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৬০ হাজার টন ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভার কমিটিতে এ অনুমোদন দেয়া হয়।

বুধবার (২২ ফেব্রুয়ারি) ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে ২২৫ কোটি ৭৪ লাখ ৪৮ হাজার ৭০৬ টাকা ব্যয়ে ৬০ হাজার টন সার কেনার এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সভাশেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

মাহবুব খান বলেন, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) বাংলাদেশের কাছ থেকে ১২তম লটে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ১১০ কোটি ২০ লাখ ৫৩ হাজার ১৫০ টাকায় ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে। সরকারের পক্ষে সার কিনবে শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)।

এ ছাড়া সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রেস কোম্পানি থেকে ১৮তম লটে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ১১৫ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৫৫৬ টাকায় ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান তিনি।

এর আগে চলতি মাসের ১৫ ফেব্রুয়ারি সরকার বিসিআইসির অধীনে ৪৫ হাজার টন ফসফরিক অ্যাসিড ও রক ফসফেট কেনার সিদ্ধান্ত নিয়েছিল। এ জন্য খরচ ধরা হয়েছিল ২০৭ কোটি ৫৫ লাখ ৯৭ হাজার ১৩৮ টাকা।

এসইউ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ