৬ নভেম্বর ২০২৫

লোহাগাড়ায় অগ্নিদগ্ধের ৭দিন পর নারীর মৃত্যু

কালুরঘাটে টেম্পুচাপায় প্রাণ গেল কলেজছাত্রীর বাকঁখালী

লোহাগাড়া প্রতিনিধি »

চট্টগ্রামের লোহাগাড়ায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মরিয়াম খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মরিয়ম উপজেলার চুনতি ইউনিয়নের মৌলানা পাড়ার মৃত সিরাজুল ইসলামের স্ত্রী ও পাঁচ ছেলে সন্তানের জননী।

নিহতের পরিবারের বরাত দিয়ে প্রতিবেশী মিনহাজুল ইসলাম বাংলাধারাকে বলেন, গত ১৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকালে বাড়ির উঠানে আগুন পোহাতে গিয়ে অসাবধানতাবশত তার শরীরে থাকা কাপড়ে আগুন লেগে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।

সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসক জানিয়েছেন মরিয়মের শরীরের ৩০ থেকে ৪০ শতাংশ পুড়ে গেছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ