৬ নভেম্বর ২০২৫

হাটহাজারী/ মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে নির্যাতন

হাটহাজারী প্রতিনিধি »

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ড মন্দাকিনীতে অসহায় বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন চৌধুরীকে গাছের সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় থানায় চার জনের সুনির্দিষ্ট নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েক জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। এ ঘটনায় পুলিশ নাহিদা সোলতানা (৩৫) নামে এক গৃহবধূকে গ্রেফতার করা হলেও ঘটনার সাথে জড়িত অন্যরা পালিয়ে যায়।

স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে একই বাড়ির লোকমান হাকিম এবং তার পরিবার কতিপয় দুর্বৃত্তকে ভাড়া করে ভিটের সাথে লাগোয়া মুক্তিযোদ্ধা আহমদ হোসেন চৌধুরীকে নির্যাতন ও গাছের সাথে বেঁধে একটি জায়গা দখল ও ওই জায়গায় পাকা দেয়াল নির্মাণ করে। এই নির্মম ঘটনা ঘটলেও স্থানীয় বিচারের আশায় এই মুক্তিযোদ্ধা প্রকাশ করেননি। পরে গতকার মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ফাঁস হয়ে পড়লে উপজেলা প্রশাসনের নজরে আসে এবং তাৎক্ষণিকভাবে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম ঘটনাস্থলে গিয়ে ঘটনাটি যাচাই বাছাই করে প্রশাসনিক ব্যবস্থা নেন।

ফরহাদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান শওকত আলম শওকত বলেন, গত বুধবার রাতে প্রশাসনসহ ঘটনাস্থলে গিয়ে নির্মিত প্রাচীর ভেঙে দেওয়া হয়। আসামিদের বিরুদ্ধে কঠোর প্রদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ জানানো হয়।

এ বিষয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম জানান, আমরা গত মঙ্গলবার রাতে প্রশাসনের কর্মকর্তাসহ ঘটনাস্থলে পরিদর্শন করি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর ইউএনও মাধ্যমে স্মারক লিপি প্রদান করা হয়। এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দুস্কৃতকারিদের কঠোর শাস্তি দাবি জানাচ্ছি।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন সবুজ বলেন, এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতার গৃহবধূ নাহিদা সোলতানাকে বুধবার কারাগারে পাঠানো হয়। বাকিদের আটকের জন্য অভিযান চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সংবাদ পেয়ে তিনি মঙ্গলবার গভীর রাত পর্যন্ত ঘটনাস্থলে গিয়ে জবর দখলকৃত জায়গাটিতে নির্মিত দেয়াল উচ্ছেদ করে দেন। মুক্তিযুদ্ধা পরিবারকে আইনানুগ সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ