৬ নভেম্বর ২০২৫

সৌদি আরবে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন লোহাগাড়ার জানে আলম

লোহাগাড়া প্রতিনিধি »

সৌদি আরবের মদিনায় হৃদরোগে আক্রান্ত হয়ে মো. জানে আলম (৪৫ ) নামে চট্টগ্রামের লোহাগাড়ার এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকালে নিজের ভাড়া বাসায় মারা যান জানে আলম। তিনি লোহাগাড়া সদর ইউনিয়নের ১ নং ওয়র্ডের দরবেশহাট সওদাগর পাড়ার মাছ ব্যবসায়ী মৃত শামসুল আলমের পুত্র।

স্থানীয় ইউপি সদস্য মো. জাফর আহমদ বাংলাধারাকে বলেন, প্রবাসী জানে আলম সংসারে স্বচ্ছলতা আনতে যৌবনে সৌদি আরবে চলে যায়৷ সেখানে বাগানের কাজ করতেন জানে আলম। মাঝখানে দেশে এসেছিলেন। কিছুদিন অবস্থান করে আবার সৌদি আরবে চলে যায়। জানে আলমের মৃত্যুর খবর সন্ধ্যায় পরিবারকে মুঠোফোনে জানান সেখানে অবস্থানরত তার ছোটভাই মুন্না।

এদিকে, জানে আলমেন মৃত্যুর খবরে মা, স্ত্রী- দুই সন্তান ও দুই মেয়েসহ স্বজনেরা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ