রাঙ্গুনিয়া প্রতিনিধি »
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পাদুয়া এলাকার পাহাড়ের ঢাল থেকে গুলিবিদ্ধ এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পাহাড়ী সন্ত্রাসীরা তাকে গুলি হত্যা করেছে বলে পুলিশের ধারণা।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলার পদুয়া ত্রিপুরা সুন্দরী বাটানা পাহাড়ের ঢাল সংলগ্ন কৃষি জমি থেকে সুমন দাশ (৪৫) নামের এই কৃষকের লাশ উদ্ধার করা হয়।
নিহত সুমন দাশের গ্রামের বাড়ি বাঁশখালী বলে জানা গেছে। তবে তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে সে উপজেলার পদুয়া ইউনিয়নে বসবাস করেন। তিনি সবজি ও পান চাষ করতেন।
এ বিষয়ে পদুয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য খসরুজ্জামান বাচ্চু বলেন, নিহত সুমন দাশ পাহাড়ের ঢালে ফল ও পান চাষ করত। তিনি তার ক্ষেত পাহাড়া দেওয়ার জন্য রাতে ক্ষেতে থাকত। তবে সন্ত্রাসীরা তাকে ক্ষেতে থাকতে নিষেধ করেছিলো বলে শুনছিলাম। তার মাথায় গুলির চিহ্ন পাওয়া গেছে।
তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সেই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
রাঙ্গুনিয়া দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুল ইসলাম জানান, দুর্বৃত্তরা সুমন দাশকে পাহাড়ের ঢালে গুলি করে হত্যা করে চলে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে ধারণা করছি। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
এসইউ













