২৩ অক্টোবর ২০২৫

চান্দগাঁওয়ে অবৈধ দখল হওয়া সরকারি জমি উদ্ধার

বাংলাধারা ডেস্ক »

নগরীর চান্দগাঁও থানার চন্দ্রিমা আবাসিক এলাকায় অবৈধভাবে দখল হওয়া দুই কোটি টাকার সরকারি জমি উদ্ধার করেছে জেলাপ্রশাসন।

সরকারি জায়গায় অবৈধভাবে বসবাসকারী চার পরিবারকে উচ্ছেদ করে উদ্ধার করা হয়েছে ৬ শতক জামি।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার ভূমি মো. মাসুদ রানা এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, জালাল নামের এক ব্যবসায়ী ৬ শতক সরকারি জায়গা দখলে নিয়ে টিন শেডের ঘর নির্মাণ করে শ্রমজীবী ৪ পরিবারকে ভাড়া দেয়। তাকে বারবার নোটিশ দেওয়া হলেও কোন সাড়া দেয়নি।

তিনি আরও বলেন, সরকারি জায়গা অবৈধভাবে দখলের অভিযোগে তার বিরুদ্ধে নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে। যেকোন অবৈধ দখলদারির বিরুদ্ধে অভিযান পরিচালনায় জেলা প্রশাসক স্যারের কঠোর নির্দেশনা রয়েছে, জেলা প্রশাসক স্যারের নির্দেশেই আজকের এ অভিযান।

অভিযানে সরকারের ৬ শতক জমি উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা। চট্টগ্রাম মেট্রোপলিটন ও চান্দগাঁও থানা পুলিশ এবং চান্দগাঁও ভূমি অফিসের কর্মচারীরা এ অভিযানে সহায়তা করেন।

আরও পড়ুন