৬ নভেম্বর ২০২৫

বান্দরবানে ৪৫ একর পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

বান্দরবান প্রতিনিধি »

বান্দরবানে দুর্গম এলাকার থানচিতে গহীন অরণ্যের অভিযান চালিয়ে ৪৫ একর পপিক্ষেত ধ্বংস করেছে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এই তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে তিন্দুমুখ কোঅংপাড়া এলাকায় বিশেষ টহল টিম অভিযান পরিচালনা করে নিষিদ্ধ মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি। অভিযানে নেতৃত্ব দেন বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) সহকারী পরিচালক ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার মুন্সী ইমদাদুর রহমানের একটি বিশেষ দল। অভিযানে তিন্দু ইউনিয়নের গহীন অরণ্যের কো অং পাড়া এলাকায় ২০টি টিলায় ৪৫ একর জমির পপিক্ষেত ধ্বংস করা হয়।

তিনি আরও জানান, বাংলাদেশের সীমান্ত ও সার্বভৌমত্ব সুরক্ষা ছাড়াও চোরাচালান দমন, মাদকদ্রব্য ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, দুর্গম পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, পাহাড়ি-বাঙালি সীমান্ত অপরাধ দমনে মাদক নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ