৬ নভেম্বর ২০২৫

মিরসরাইয়ে কৃষি জমি ভরাটের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

মিরসরাই প্রতিনিধি »

মিরসরাইয়ে দীঘি ও পুকুর সংস্কারের কথা বলে কৃষিজমি ভরাট এবং পিকআপে করে মাটি বিক্রি দায়ে কামরুল ইসলাম নামে একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান এই অভিযান পরিচালনা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, পুকুর সংস্কারের কথা কৃষিজমি ভরাট ও নতুন রাস্তা নষ্ট করার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ