বাংলাধারা ডেস্ক »
চট্টগ্রামের রেডিসন ব্লুতে শুরু হওয়া চার দিনব্যাপী আবাসন মেলায় কোম্পানিগুলোর আগ্রহ বেশি বিলাসবহুল ফ্ল্যাট বিক্রিতে। মেলায় আসা ক্রেতাদের প্রাইম লোকেশনের ফ্ল্যাট দেখানোর পাশাপাশি বিলাসবহুল ফ্ল্যাটগুলো বিক্রি করার চেষ্টা করছে তারা।
ফ্ল্যাট ক্রেতাদের আগ্রহী করতে প্রদর্শন করা হচ্ছে অভিজ্ঞ প্রকৌশলীদের তৈরি করা নান্দনিক ডিজাইন, স্থাপনায় ব্যবহার করা আধুনিক বিভিন্ন উপকরণ।
এবারের মেলায় মোট ৪৮টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলায় গোল্ড স্পন্সর হিসেবে ২টি প্রতিষ্ঠান অংশ গ্রহণ করেছে। কো-স্পন্সর হিসাবে অংশগ্রহণ করছে ১৭টি প্রতিষ্ঠান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ৬টি, বিল্ডিং ম্যাটেরিয়ালস কোম্পানি ৫টি।
এবারের রিহ্যাব মেলায় চার নম্বর স্টলে কো-স্পন্সর হিসেবে অংশ নেয় এপিক প্রপার্টিজ। কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী এসএম আবু সুফিয়ান বলেন, ঢাকা ও চট্টগ্রামের প্রায় ২০টি প্রকল্পের নান্দনিক ও ভিন্ন ধাঁচের দুই শতাধিক অ্যাপার্টমেন্ট নিয়ে আমরা মেলায় হাজির হয়েছি। এবারের মেলায় লাক্সারিয়াস ও প্রিমিয়াম ক্যাটাগরির প্রকল্প প্রাধান্য পাচ্ছে। সাধ্যের মধ্যে পছন্দের আবাসনটি উপহার দিতে এবার সব ধরনের উদ্যোগই নিয়েছি আমরা। আবাসন শিল্পের সকল প্রতিকূলতা অতিক্রম করে এই শিল্পের উন্নয়ন এবং মানুষের আস্থা অর্জনে শতভাগ সাফল্যের পথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এপিক প্রপার্টিজ।
মেলা সম্পর্কে জানতে চাইলে রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী বলেন, পুরো দেশের আবাসন খাত একটি সংকটকাল অতিক্রম করছে। নির্মাণসামগ্রীর আকাশচুম্বী দাম। তবুও চেষ্টা করছি গ্রাহকের সাধ্যের মধ্যে ফ্ল্যাট তৈরি করতে। প্রতিদিন আমরা পর্যালোচনা করছি। রডের দাম, সিমেন্টের দাম দিনদিন বাড়ছে। যাদের রেডি ফ্ল্যাট আছে তারা হয়তো কিছুটা উপকৃত হচ্ছেন। ভবিষ্যতের জন্য কিন্তু অশনি সংকেত দেখছি। সেটা কিভাবে দূর করা যায় সেটার জন্য আমরা কাজ করছি। কিন্তু দাম বাড়ার কারণে অনেক প্রকল্প বন্ধ হওয়ার উপক্রম হচ্ছে। কোনো প্রকল্প হাতে নিলে বাজেট নিরূপণ করা হয়। আগে পাঁচ হাজার টাকা স্কয়ার ফিটে বিক্রি করা হলেও, এখন সেটা সম্ভব হচ্ছে না। ঠিক সময়ে প্রকল্প হস্তান্তর করা নিয়েও সংশয় তৈরি হচ্ছে। ফলে ক্রেতা-বিক্রেতার মধ্যে আস্থার সংকট সৃষ্টির আশঙ্কা রয়েছে। এ জন্য সরকারকে শুল্ক কমিয়ে রড-সিমেন্টের দাম নিয়ন্ত্রণে রাখতে হবে। আমরা মেলার মাধ্যমে আমরা ক্রেতাদের সব বিষয় পরিষ্কার করার চেষ্টা করছি।













