২৫ অক্টোবর ২০২৫

লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে, আহত ৭

লোহাগাড়া প্রতিনিধি »

লোহাগাড়ায় ফের নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে পড়ে ৭ জন আহত হয়েছেন। শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন– সজিব কুমার দাশ (৩০), মো. মাহবুব (২৭), রমজান আলী (৩১), রিয়াজ (২২) মো. রাকিব মিয়া, আহাদ (৩৫) ও মো. সেলিম মাসুদ খান ( ২৮) । আহত সকলেই ময়মনসিংহ জেলার বিভিন্ন কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা বলে জানা গেছে।

জানা যায়, ময়মনসিংহ থেকে মাইক্রোবাস যোগে কক্সবাজার যাচ্ছিল। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা ৭ জন আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়।

গাড়ি চালক জানান, লবণ পানির কারণে সড়ক পিচ্ছিল হয়। যার কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

দোহাজারী হাইওয়ে থানার এস আই সুমন রহমান বাংলাধারাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।

এর আগে গতকালও একই সময় একই স্থানে পিকনিক বাস খাদে ১২ জন আহত হন।

আরও পড়ুন