বাংলাধারা ডেস্ক »
সাংবাদিক, যুব ও সাংস্কৃতিক সংগঠক আছির রহমান শাহীনের প্রথম বই ‘শিশু-কিশোরদের বঙ্গবন্ধু’ বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামের অমর একুশে বইমেলা প্রাঙ্গনে অক্ষরবৃত্ত প্রকাশনীর স্টলের সামনে বইটির মোড়ক উম্মোচিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও আর্থিক প্রতিষ্ঠান নগদের অন্যতম উদ্যোক্তা নিয়াজ মোর্শেদ এলিট।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক আওয়ামী লীগ নেতা সৈয়দ মোর্শেদ উল্যাহ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মো. সাজ্জাদ হোসেন, সাংবাদিক ও গবেষক আকাশ ইকবাল এবং অক্ষরবৃত্ত প্রকাশনীর নির্বাহী পরিচালক কাজী জোহেব।
আছিফ রহমান শাহীনের ভূয়সী প্রশংসা করে নিয়াজ মোর্শেদ এলিট বলেন, যুবলীগ নেতা আছিফ রহমান শাহীনকে আন্তরিক ধন্যবাদ জানাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবনকে শিশু-কিশোরদের উপযোগি করে বই লেখার জন্য। একদিন আমরা থাকব না। কিন্তু প্রজন্ম থাকবে, তারা আগামীর বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে তৈরি হবে এবং এই বইটি তার একটি অংশ হবে।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক ও আওয়ামী লীগ নেতা সৈয়দ মোরশেদ উল্লাহ বলেন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি আছিফ রহমান শাহীন দীর্ঘদিন অনেক কষ্ট করে বঙ্গবন্ধুকে নিয়ে সুন্দর কাজটি করেছেন। আমি সবাইকে অনুরোধ করবো শিশু কিশোরদের বইটি উপহার হিসেবে দেওয়ার জন্য।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মো: সাজ্জাদ বলেন, ‘শিশু-কিশোরদের বঙ্গবন্ধু’ বইটি শিশু কিশোরদের উপযোগি করে লেখা। আগামী প্রজন্মের জন্য আমরা যত বেশি বঙ্গবন্ধু সম্পর্কে বই, জীবনী নতুন দিয়ে যাবো ততো বেশি আমরা নতুন প্রজন্মকে ছড়িয়ে দিতে পারবো।
বইটি প্রকাশ করছে জনপ্রিয় প্রকাশনা সংস্থা অক্ষরবৃত্ত। এর প্রচ্ছদ এঁকেছেন খ্যাতিমান শিল্পী মোস্তাফিজ কারিগর। চট্টগ্রাম বইমেলায় বইটি পাওয়া যাচ্ছে অক্ষরবৃত্ত ২০-২১ নং স্টলে এবং ঝিলমিল প্রকাশনার ৬১ নং স্টলে।
এছাড়া ঢাকা অমর একুশে বইমেলাও বইটি পাওয়া যাচ্ছে অক্ষরবৃত্তর ১৬৯ নম্বর স্টল এবং শেখ রাসেল চত্বরের ঝিলমিল প্রকাশনার ৭০৫ নং স্টলে।
বইয়ের ভূমিকা লিখেছেন তরুণ সাংবাদিক ও গবেষক আকাশ ইকবাল। তিনি বইটি সম্পর্কে উল্লেখ করেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের জন্মদাতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আলোকিতময় বর্ণাঢ্য জীবনকে শিশু-কিশোর ও তরুণদের মাঝে সহজ ও সরল ভাষায় ছড়িয়ে দেওয়াই ‘শিশু-কিশোরদের বঙ্গবন্ধু’ লেখা এবং প্রকাশের উদ্দেশ্য।
তিনি আরও বলেন, লেখক বিগত অনেক বছর সাধনা করে শিশু কিশোরদের উপযোগী করে সময় নিয়ে বইটি লেখা শেষ করেন। যার ছোঁয়া লেগেছে বইয়ের প্রতিটি পাতায়। বইটি লেখার মূল উদ্দেশ্যে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আগামীর তরুণ প্রজন্মের মাঝে পৌঁছে দেওয়া।













