৮ নভেম্বর ২০২৫

মজুরি কম দেয়ায় ক্ষোভ—মালিককে খুন করে ক্যাম্পে লুকিয়ে ছিল রোহিঙ্গা যুবক

লোহাগাড়া প্রতিনিধি »

চট্টগ্রামের লোহাগাড়ার চরম্বায় কৃষক আহম্মেদ কবিরের (৭৫) বাড়িতে দিনমজুর হিসেবে কাজ করতো রোহিঙ্গা যুবক আমিন (২৫)। কিন্তু বেতন কম দেয়ায় নিজের ভেতরে ক্ষোভ জমিয়ে রাখে আমিন। পরে একদিন সুযোগ বুঝে ধারাল অস্ত্র দিয়ে মালিককে খুন করে রোহিঙ্গা ক্যাম্পে পালিয়ে যায় আমিন। পালিয়ে যাওয়ার সময় মালিকের পকেটে থাকা নগদ ৫০ হাজার টাকাও নিয়ে যায়।

ঠিক এমনই একটি ক্লু-লেস মামলার রহস্য উদঘাটন করেছে লোহাগাড়া থানা পুলিশ। একই সাথে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারাল অস্ত্র ও আলামতও উদ্ধার করে পুলিশ।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৫ টার দিকে বাংলাধারাকে এই তথ্য নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান। আটক রোহিঙ্গা আমিন কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের আজিজুর রহমানের পুত্র।

ওসি আতিকুর রহমান জানান, চলতি মাসের ১৬ ফেব্রুয়ারি উপজেলার চরম্বা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ফকিরখীল এলাকায় আহম্মেদ কবিরকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ফেলে চলে যায় আমিন। ঘটনার ১১ দিন পর গতকাল ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম পিপিএম ও এএসআই আলমগীরসহ একটি পুলিশি টিম উখিয়া থানাধীন কুতুবপালং মধুরছাড় ক্যাম্প স্টেশন থেকে আসামি আমিনকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারাল অস্ত্রটি দুর্গম পাহাড়ি একটি ছড়া থেকে উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, কৃষক আহম্মেদ কবির ঘটনায় আমিনসহ আরও এক রোহিঙ্গা নাগরিক জড়িত রয়েছে। ঘটনার দিন আহম্মেদ কবিরের সাথে নগদ প্রায় ৫০ হাজার টাকা ছিল। খুনের পর সেই টাকা নিয়ে পালিয়ে যায় সে।

মূলত কম মজুরি দেয়ায় নিজের ভেতরে মালিকের প্রতি ক্ষোভ জমিয়ে রেখেছিল আমিন। ঘটনার দিন মালিকের কাছে বিপুল পরিমাণ নগদ টাকা দেখে লোভ সামলাতে না পেরে সুযোগ বুঝে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাকাণ্ডটি ঘটায়।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ঘটনার সাথে জড়িত অপর আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাধারা/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ