লোহাগাড়া প্রতিনিধি »
চট্টগ্রামের লোহাগাড়ায় আজিজনগর সীমান্ত এলাকায় গহীন পাহাড়ে নুরুল হুদা (৪৮) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
সোমবার (২৭ ফেব্রুয়াররি) বেলা ১২ টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত নুরুল হুদা ওই এলাকার মৃত খাইরুল্লার পুত্র।
প্রত্যক্ষদর্শী তৌহিদুল ইসলাম বাংলাধারাকে বলেন, নিহত নুরুল হুদা মানসিক ভারসাম্যহীন ছিল। গত ১৫ দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয় ৷ পরে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে পাহাড়ে হাতির আক্রামণে তার মৃত্যু হয়।
আজ দুপুরে আবুল কালম নামে এক কৃষক পাহাড়ে এসে অর্ধগলিত লাশটি দেখে। পরে নিহতের পরিবারের লোকজন লাশ দেখে সনাক্ত করেছে। পরে মরদেহ বাড়ি নিয়ে যায়।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বাংলাধারাকে জানান, লাশ যে জায়গায় উদ্ধার হয়েছে সেটি আমাদের সীমন্তে নয়। সেটা বান্দরবানের লামা উপজেলার আজিজনগর সীমান্তে পড়েছে।
যোগাযোগ করা হলে আজিজনগর পুলিশ ফাঁড়ি ইনচার্জ এনামুল হক বাংলাধারাকে বলেন, লাশ উদ্ধারের জায়গাটা লোহাগাড়া সীমানার মধ্যে পড়েছে। এটা আজিজনগর নয়।
এদিকে, চুনতি ৮ নং ওয়ার্ডের সদস্য তৈয়ব উল্লাহ বাংলাধারাকে জানান, নিহত নুরু আমার ওয়ার্ডের বাসিন্দা। সে মানসিক ভারসাম্যহীন ছিল৷ দুপুরে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে স্থানীয়রা। বাদে আছর নামজের পর তাকে পারিবারিক কবরস্থান দাফন করা হয়েছে।













