৮ নভেম্বর ২০২৫

প্রার্থিতা প্রত্যাহার করলেন জাহাঙ্গীর

বোয়ালখালী প্রতিনিধি »

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের উপনির্বাচনে প্রত্যাহারের শেষদিনে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মুহাম্মদ জাহাঙ্গীর আলম।

তফসিল অনুযায়ী ২৭ ফেব্রুয়ারি (সোমবার) ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষদিনে মুহাম্মদ জাহাঙ্গীর আলম প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন বলে জানিয়েছেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার মোহা. জাহাঙ্গীর হোসেন।

এ উপ-নির্বাচনে অংশ নিতে গত ১৯ ফেব্রুয়ারি ৪জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। ২০ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন নির্বাচন কমিশন। তারা হলেন-আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম, ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মুহাম্মদ জাহাঙ্গীর আলম, স্বতন্ত্র প্রার্থী এসএম মিজানুর রহমান ও কাজী আয়েশা ফারজানা। আগামী ১৬ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আলমের মৃত্যুতে পদটি শূন্য ঘোষণা করা হয়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ