২৩ অক্টোবর ২০২৫

সড়কে দুর্ঘটনা ও অপমৃত্যু হ্রাসে অগ্রাধিকার দেয়া হবে : জেলা প্রশাসক

হাটহাজারী প্রতিনিধি »

চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল বাশার মোহাম্মদ ফকরুজ্জামান বলেছেন, জনদুর্ভোগ লাঘবের জন্য উপস্থিত অংশগ্রহণকারীদের মতামতকে প্রাধান্য দিয়ে কাজ করা হবে। সড়কে দুর্ঘটনা ও অপমৃত্যু হ্রাস করার বিষয়টিকে অগ্রাধিকার প্রদান করা হবে। তাছাড়া জনস্বার্থে প্রশাসনের পক্ষ থেকে যা যা করা দরকার তাই করা হবে।

এ সময় সংরক্ষিত বনাঞ্চল রক্ষা করে হাটহাজারী-সীতাকুণ্ড সংযোগ সড়ক নির্মাণের বিষয়টি তিনি মন্ত্রণালয়ে কথা বলবে বলে সভায় মত প্রকাশ করেন।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) হাটহাজারী উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত চট্টগ্রাম-খাগড়াছড়ি ও চট্টগ্রাম-রাঙামাটি সড়কে যানজট নিরসন, দুর্ঘটনা হ্রাস ও নিরাপদ মহাসড়ক নিশ্চিতকরণে অংশগ্রহণকারীদের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম।

এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসান, হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এয়াসান হায়দার চৌধুরী বাবুল, ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব ও রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার তালুকদার, হাটহাজারীর নির্বাহী কর্মকর্তা আবদুস সালাম, রাউজানের সাব্বির রাহমান সানি, ফটিকছড়ির আতাউল গনি, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা, বিআরটি’র সহকারী পরিচালক রাহেনা আকতার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রুরুল আলম বাশেক, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, ওসি রুহুল আমীন সবুজ।

বক্তব্য রাখেন, খাইরুনবী, স. ম এনাম, চেয়ারম্যান আকতার হোসেন খাঁন সুমন, হারুন উর রশীদ, নুরুল আহসান লাবু, সরওয়ার মোরশেদ তালুকদার, বাস মালিক গ্রুপের নেতা মনজুরুল আলম চৌধুরী মন্জু, মুক্তিযোদ্ধা আহমেদ হোসেন খান, ইসমাইল, ওজাইর আহমেদ হামিদ, খুরিশদ আলম, ফায়ার সার্ভিসের লিডার ফজল মিয়া, গোবিন্দ প্রসাদ মহাজন, মুক্তিযোদ্ধার শেখ সন্তান খোরশেদুজামান প্রমুখ।

আরও পড়ুন