২৩ অক্টোবর ২০২৫

বোয়ালখালী উপজেলার আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বোয়ালখালী প্রতিনিধি »

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম।

উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলাউদ্দিন, থানা অফিসার ইনচার্জ আবদুল রাজ্জাক, বোয়ালখালী পৌরসভার মেয়র মোঃ জহুরুল ইসলাম জহুর, উপজেলা আ’লীগের সভাপতি মোঃ নুরুল আমিন চৌধুরী, আ’লীগ নেতা রেজাউল করিম বাবুল, , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতীক সেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সেতু ভূষণ দাশ, সমাজসেবা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান বেলাল মোহাম্মদ, আবদুল মান্নান মোনাফ, এস এম জসিম, কাজল দে, হামিদুল হক মান্নান, শফিউল আজম শেফু, বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি অধীর বড়ুয়া, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজের প্রতিনিধি অধ্যাপক মোঃ মহসীন উদ্দিন, পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম মোঃ আরিফ হোসেন, সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজু প্রমুখ।

উপজেলায় অবৈধ বালি উত্তোলনে ড্রেজারের ব্যবহারে নদী ভাঙ্গন, মাদক, ফসলি জমির টপ সয়েল কাটা,জন ও যান চলাচলে প্রতিবন্ধিকতা ধর্মীয় উৎসবের নামে ডি জে বাদন কিশোরগ্যাং রোধ করার জন্য সবাইকে কঠোর সাবধানতা অবলম্বনের আহবান জানান ইউএনও মো. মামুন।

অফিসার ইনচার্জ মোঃ আবদুল রাজ্জাক বলেন, সব অপরাধ নির্মূল করার চেয়ে নিয়ন্ত্রণ রাখতে সবাইকে সচেষ্ট থাকতে হবে। অন্যান্য উপজেলা থেকে বোয়ালখালীর আইন-শৃঙ্খলা স্বাভাবিক ছিল, আছে এবং এভাবে নিয়ন্ত্রণ থাকলে একদিন অবশ্যই অপরাধ নির্মূল করা সম্ভব এবং বোয়ালখালীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো ভাল হবে।

আরও পড়ুন