বান্দরবান প্রতিনিধি »
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা লাতুই পাড়া এলাকায় মারমা নারীকে ধর্ষণের ঘটনায় বান্দরবানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সচেতন ছাত্র সমাজ।
বুধবার (১ মার্চ) সকালে ব্যানার ও প্লে কার্ড ফেস্টুন হাতে নিয়ে বের করা হয় বিক্ষোভ মিছিল। এতে অংশ নেন ছাত্রছাত্রীসহ বিভিন্ন সংগঠন। পরে বঙ্গবন্ধু মঞ্চে সামনে শুরু হয় মাননবন্ধন।

এতে বক্তব্য রাখেন মারমা স্টুডেন্ট কাউন্সিল সভাপতি উহ্লাচিং মারমা, খুমি স্টুডেন্ট এসোসিয়েশন হিরো খুমী, ওমেন্স এক্টিভ ফোরামে পাউসিং ম্রো, ম্রো স্টুডেন্ট এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক তনয়া ম্রো, তংচঙ্গ্যা স্টুডেন্ট ওয়ালফেয়ার সাধারণ সম্পাদক বিটন তংচঙ্গ্যাসহ আরো অনেকে।
বক্তারা বলেন, ধর্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হলেও এখনো গ্রেফতার করেনি পুলিশ। আগামী ৭ দিনের মধ্যে আইনের আওতায় না আনলে বৃহত্তর আন্দোলনের ডাক দিবে বলে হুঁশিয়ারি দেন সচেতন ছাত্র সমাজ।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা লাতুই পাড়া এলাকায় এক মারমা নারীকে ধর্ষণের ঘটনা ঘটে।













