বাংলাধারা ডেস্ক »
সশস্ত্র উগ্রবাদী কর্মকাণ্ডের অভিযোগে চট্টগ্রামের পটিয়া থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তারা নতুন জঙ্গি সংগঠন ‘আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র সদস্য বলে জানিয়েছে র্যাব। গতকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে র্যাব-৭ এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
র্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক নুরুল আবসার জানিয়েছেন, চট্টগ্রামের পটিয়া থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তারা বাসা থেকে বেরিয়ে পার্বত্য চট্টগ্রামে গিয়ে সশস্ত্র প্রশিক্ষণ নিয়েছিল।
সাম্প্রতিক সময়ে ‘গজিয়ে ওঠা’ জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম ফিল হিন্দাল শরক্বীয়া।
র্যাবের ভাষ্য অনুযায়ী, হরকাতুল জিহাদ (হুজি), আনসার আল ইসলাম ও জেএমবির সাবেক সদস্যদের সমন্বয়ে গড়ে উঠেছে সংগঠনটি। পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সঙ্গে এই জঙ্গি সংগঠনের ‘যোগাযোগ’ আছে। সূত্র : সারাবাংলা













