লোহাগাড়া প্রতিনিধি »
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে অভিযান চালিয়ে ২০ লাখ টাকার জাল নোটসহ দুই প্রতারককে আটক করেছে পুলিশ।
বুধবার ( ১ মার্চ) বেলা ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি পুলিশি টিম হানিফ পরিবহনের বাসে অভিযান চালিয়ে তাদের দুজনকে আটক করে।
আটকরা হলো– সাতকানিয়া উপজেলার কাঞ্চনা জোটপুকুরিয়া এলাকার মৃত আবুল কাসেমের পুত্র ওমর আলী (৫০) ও ভোলা দৌলত খাঁ চর পাড়া এলাকার মো. বেলায়েতের পুত্র রুবেল (৩২) ।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি ) আতিকুর রহমান বাংলাধারাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বিপুল পরিমাণ জাল টাকাসহ দুই প্রতারক বাসে করে চট্টগ্রামে যাচ্ছিল, পরে অভিযান পরিচালনা করি। এসময় দুজনের হাতে থাকা সবজি বাজারের ব্যাগ তল্লাশি করে ২০ লাখ টাকার জালনোট উদ্ধার করি। আটক দুই প্রতারকের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
তিনি আরও জানান, রমজান মাসকে সামনে রেখে বাজারে তাদের জাল নোট ছড়ার টার্গেট ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। অবৈধ জাল টাকা কারবারিদের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।













