২৮ অক্টোবর ২০২৫

নতুন গানে মডেল হয়েছেন ইশরাত জাহান

বিনোদন ডেস্ক »

নিয়মিত নাটক, ওয়েব সিরিজ ও মিউজিক ভিডিওতে কাজ করছেন মডেল ও অভিনেত্রী ইশরাত জাহান। তারই ধারাবাহিকতায় সম্প্রতি মডেল হয়েছেন নতুন একটি মিউজিক ভিডিওতে। তার বিপরীতে মডেল হয়েছেন রাকিব শিকদার।

গানের শিরোনাম ‘বেঁচে আছি শুধু এটুকুই জানো’। দেওয়ান নাজমুলের কথায় গানটি গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা ও তপন চৌধুরী। গানটির সঙ্গীতায়োজন করেছেন আলী আশরাফ। গানটির কোরিওগ্রাফি করেছেন মিজানুর রহমান শামীম।

বৃহস্পতিবার (২ মার্চ) উনিশ কুঁড়ি নামের একটি ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে।

অভিনেত্রী ইশরাত জাহান বলেন, ‘গানের কথাগুলো শ্রুতিমধুর। কথার সাথে মিল রেখে নানন্দিক একটি মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। গানটি শোনার পাশাপাশি ভিডিও বেশ উপভোগ করবেন দর্শক-শ্রোতারা। আশা করছি, গানটি সবার ভালো লাগবে।’

 

ছোটবেলা থেকেই শোবিজের প্রতি অন্যরকম ভালো লাগা ছিল ইশরাত জাহানের। একসময় রঙিন ক্যানভাসে দেখার স্বপ্ন দেখতেন তিনি। যা অনেক আগেই পূরণ হয়েছে। ইশরাত এখন নিজেকে একজন দক্ষ অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে নিরলস কাজ করছেন।

প্রথম মিউজিক ভিডিও দিয়ে তাঁর পথ চলা । এর আগে এফ এ সুমনের কণ্ঠে বিকাশ সাহা পরিচালনায় ‘আর কত দুঃখ দিবি’ গানে মডেল হিসেবে কাজ করেন তিনি। পরে শিল্পী ও মডেল প্রীতমের কণ্ঠে গাওয়া ‘শুধু তুমি’ গানে মডেল হিসেবে কাজ করেন। যার পরিচালনায় ছিলেন সেলিম রেজা। সৌমিত্র ঘোষ ইমনের পরিচালনায় অর্ণবের গাওয়া ‘রনক’ গানেও দুর্দান্ত অভিনয় করেন তিনি।

আরও পড়ুন