৬ নভেম্বর ২০২৫

লোহাগাড়ায় অস্ত্র-গুলিসহ ৪ যুবক পুলিশের হাতে ধরা

লোহাগাড়া প্রতিনিধি »

চট্টগ্রামের লোহাগাড়ায় দুটি দেশীয় এলজি, ২৩ রাউন্ড কার্তুজ, ১ রাউন্ড পিস্তলের গুলি ও ৯১ রাউন্ড রিভলবারের গুলিসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ মার্চ) সকালে ৯টার দিকে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান এ তথ্য জানান।

আটকরা হলো— উপজেলার আমিরবাদ ইউনিয়নের মল্লিক ছোবানের নাথ পাড়ার মৃত সুনীল কুমার নাথের দুই পুত্র বিশ্বজিৎ নাথ শিবু (৪৩) ও রাজিব নাথ (৩০), চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার ষোলশহর নাজির পাড়ার (হিন্দু পাড়া) মানিক রঞ্জন নাথের পুত্র অভিরাম নাথ (৩১) ও কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার দুলহাজারা ইউনিয়নের রিটা বড় বাড়ির মিলন চন্দ্র নাথের পুত্র শংকর নাথ (৪৩)।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোবানের নাথ পাড়ার এস কে নাথের মাটির দ্বিতল বাড়ির মাচান থেকে দুটি দেশীয় এলজি ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশী তপন নাথের পরিবারের ওপর হামলা করার জন্য তাদের অপর পালাত সহযোগী মাধ্যমে এসব জব্দকৃত অস্ত্র-গুলি মজুদ করেছে বলে জিজ্ঞাসাবাদ স্বীকার করেছে।

আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে, বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ