কক্সবাজার প্রতিনিধি »
‘ভোটার হবো নিয়ম মেনে ভোট দিব যোগ্য জনে’- এ স্লোগানকে সামনের রেখে সারাদেশের মতো বৃহস্পতিবার (২ মার্চ) কক্সবাজারে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কক্সবাজার জেলা ও সদর উপজেলা নির্বাচন অফিস দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করে।
কক্সবাজার জেলা নির্বাচন অফিস প্রাঙ্গণে সকালে বেলুন উড়িয়ে দিনব্যাপী দিবসের উদ্বোধন করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবাল।
জেলা নির্বাচন অফিসার এস এম শাহাদাত হোসেনের সভাপতিত্বে উদ্বোধনীতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষন কান্তি দাশ, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, কক্সবাজার সদর উপজেলা নির্বাচন অফিসার শিমুল শর্মা, প্রধান সহকারী মাহবুবুর রহমান প্রমুখ।
এর পরপরই ভোটারদের নানা ধরনের সেবা কার্যক্রম শুরু হয়। তারমধ্যে নতুন ভোটার নিবন্ধন, স্মার্ট কার্ড বিতরণ, ভোটার স্থানান্তর ও সংশোধন কার্যক্রমসহ নানা ধরনের সেবা কার্যক্রম চলে।
নতুন অন্তর্ভুক্তি, হারানো, সংশোধিত, স্থানান্তরিত এ চার রকমের কার্ড বিতরণ করা হয় ভোটার দিবস উপলক্ষে ভোটারদের মাঝে।












