আরব আমিরাত প্রতিনিধি »
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবী ইয়াস গেইটওয়ে পার্ক (সাউথ) এ সন্দ্বীপ সোসাইটির উদ্যোগে আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়। আমিরাতের সাতটি অঙ্গরাজ্যে বসবাসরত প্রায় ছয় শতাধিক সন্দ্বীপ প্রবাসী এই আনন্দ ভ্রমণে অংশ নেন। উৎসবমুখর পরিবেশে ইয়াস আইল্যান্ড পার্ক প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয়েছে, করোনা পরবর্তী সময়ে এই প্রথম আমিরাতে বাংলাদেশি প্রবাসীদের এত বড় মিলন মেলা হয়েছিল।
গত ২৬ ফেব্রুয়ারি আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আমিরাতে বসবাসকারী সন্দ্বীপবাসী দিনটি ঘটা করে উদযাপন করেন। এ সময় সন্দ্বীপ সোসাইটির সভাপতি মোহাম্মদ আবদুল মতিনের সভাপতিত্বে সাখাওয়াত হোসেন বকুল ও সালাউদ্দীনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড. ইদ্রিছ আলম।
প্রধান অতিথির বক্তব্যে ড. ইদ্রিস আলম বলেন, আমিরাতে অবস্থানরত প্রবাসীদের যদি কোন প্রকার আইনি সহায়তার প্রয়োজন হয় তাৎক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা স্থানীয় প্রশাসন ও ইমির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আপনাদের সর্বাত্মক সহায়তা করবো।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সন্দ্বীপ সোসাইটি গত তিন বছর মানবতার সেবায় কাজ করে আসছে। করোনা মহামারির সময় হাজারো মানুষের পাশে থেকে তাদের সহায়তা করেছে। সোসাইটির উদ্যোগে প্রবাস থেকে মৃতদেহ দেশে পাঠানো হয়েছে। গত তিন বছরের প্রত্যেক রমজানে সন্দ্বীপে প্রায় তিন শতাধিক অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে সোসাইটি কর্তৃপক্ষ। এছাড়া আমিরাতে অবস্থানরত কর্মহীন শ্রমিকদের আর্থিক সহায়তার পাশাপাশি চাকরি পেতে সহায়তা করে যাচ্ছে সন্দ্বীপ সোসাইটি।
বক্তারা আরও বলেন, সন্দ্বীপ সোসাইটি গরিব, দুস্থ ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাবে। চিকিৎসা, শিক্ষাসহ সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি অব্যাহত রয়েছে বলেও জানান বক্তারা। আধুনিক ও স্বনির্ভর সন্দ্বীপ গঠনে সরকারকে সর্বাত্মক সহায়তা করতে কাজ করে যাবে এই সোসাইটি।
সকল সন্দ্বীপিয়ানদের অবৈধ পন্থা পরিহার করে বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে আহ্বান করেন সেই সাথে সবাইকে ওয়েজ আর্নার্স কার্ড সংগ্রহ করার জন্য অনুরোধ করেন অনুষ্ঠানের সভাপতি ব্যাংকার আবদুল মতিন।
দিনভর আনন্দ আয়োজনের মধ্যে ছিল বাংলার ঐতিহ্য ঘুড়ি উড়ানো ছেলেদের মোরগ লড়াই, বাচ্চাদের চকলেট দৌড়, মহিলাদের বালিস খেলা, হাড়িভাংগা, কুইজ, রেফেল ড্র, চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখার প্রতিযোগিতা, ফুটবল, ক্রিকেট, বেডমিন্টন ও বিশেষ আকর্ষণ শক্তির লড়াই (রশি টানাটানি)। কর্মসূচি শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সোসাইটি কর্তৃপক্ষ।
সন্দ্বীপ সোসাইটির আমিরাত সভাপতি মোহাম্মদ আবদুল মতিন, সহ-সভাপতি মোমেন ইসলাম, তাজুল ইসলাম রুস্তম, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক খবির উদ্দিন বাবর, শাহাদাত হোসেন বাবলু, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, সহকারী সাধারণ সম্পাদক মো. মনির, অর্থ সম্পাদক মাঈন উদ্দিন, প্রচার সম্পাদক মহিন উদ্দিন ভূইয়া, দপ্তর সম্পাদক ঈসমাইল হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক সালাহউদ্দীন ইউসুফ, সমাজ কল্যাণ সম্পাদক মো. মহিউদ্দিন, শ্রম ও কর্ম সংস্থান বিষয়ক সম্পাদক আখতার হোসেন রুবেল, আল আইন প্রতিনিধি মনসুর, দুবাই প্রতিনিধি মাকসুদুর রহমান, সাহাব উদ্দিন, ফরহাদসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবিতা মঞ্চের সভাপতি কবি মোহাম্মদ মুসা, আবুধাবির ব্যবসায়ী নুর হোসেন সুমন।












