হাসান সৈকত »
চট্টগ্রামের ইতিহাসে জুডোতে প্রথম স্বর্ণ পদক জয় করলেন ইব্রাহিম খলিল নামের এক ক্ষুদে যোদ্ধা। শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের দ্বিতীয় দিনে চট্টগ্রাম বিভাগের হয়ে রাজশাহী বিভাগের বিপক্ষে জুডো ইভেন্টের অনূর্ধ্ব ৪৫ কেজি ক্যাটাগরিতে খেলে স্বর্ণপদক জয় করেন তিনি।
এর আগে গেল ২৬ ফেব্রুয়ারি (সোমবার) রাজধানীর আর্মি স্টেডিয়ামে এবারের শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৪ মার্চ পর্যন্ত চলবে এবারের গেমস। মোট ২৪টি ইভেন্টে অনুষ্ঠিত হচ্ছে এবারের শেখ কামাল যুব গেমস।
এবারের গেমসে উল্লেখযোগ্য ইভেন্টগুলোর মধ্যে কারাতে, জুডো, তায়কোয়ান্দো, উশু, সাঁতার, দাবা, হকি, হ্যান্ডবল, ভলিবল বাস্কেটবল ব্যাডমিন্টনসহ আরও বেশ কিছু ইভেন্ট রয়েছে। এবারের আসরে আন্তঃউপজেলা, আন্তঃজেলা ও জাতীয় পর্যায়ে সব মিলিয়ে অন্তত ৬০ হাজার ক্রিড়াবিদ অংশগ্রহণ করেছেন। ৬০ হাজার ক্রীড়াবিদের মধ্যে চূড়ান্ত পর্যায়ে খেলছেন প্রায় ৪ হাজার ক্রীড়াবিদ।
২৪টি ইভেন্ট’র মধ্যে অন্যতম খেলা জুডো। যদিও বা এই খেলাটি বাংলাদেশের মানুষের কাছে অনেকটাই অপরিচিত। জুডো জাপানের জাতীয় খেলা হলেও তা নিয়ে ব্যাপক আগ্রহের দেখা যায় বাংলাদেশের ক্রীড়াবিদদের মাঝে। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, ঢাকা, রাজশাহীসহ কিছু বিভাগ থেকে জুডো ইভেন্টে অংশ নিয়েছে এথলেটরা। এর মধ্যে উল্লেখ যোগ্য ফলাফল করে সাড়া ফেলেছে চট্টগ্রামের দুর্দান্ত ক্রীড়াবিদ ইব্রাহিম খলিলুল্লাহ।
স্বর্ণপদক জয়ী ইব্রাহিম খলিলুল্লাহ বাংলাধারাকে বলেন, খেলাধুলার প্রতি আমার আকর্ষণটা ছিল প্রাইমারি লেভেল থেকেই। তবে বিভিন্ন কারণে এথলেট জীবনে যেতে অনেকটাই সময় লেগে যায়। তার পরেও হাল ছাড়িনি।












