৫ নভেম্বর ২০২৫

টিভি ফিকশন ‘ক্রাইম এন্ড পানিশমেন্ট’ দেখা যাবে শুক্রবার

বিনেদান প্রতিবেদক »

তরুণ বয়সে মেজবা একটা গুরুতর অপরাধ করেছিল যে অপরাধের কথা সে নিজেও ভুলে যায় একসময়, কিংবা তা যে একটি অপরাধ তা-ই তার বোধে আসেনি হয়ত। ঘটনার পর অনেক বছর পেরিয়ে গেছে এখন মেজবা একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করে, সুখী সংসার তার। সুমি ওই ঘটনার একজন প্রত্যক্ষ সাক্ষী, অন্যায়টা হয়েছিল সুমির প্রিয় বান্ধবীর সাথে। সুমি একই অফিসে জয়েন করে মেজবার জুনিয়র হিসেবে, যদিও অনেক বছর যোগাযোগ না থাকায় দেখা হওয়ার পরও সুমিকে চিনতে পারে না মেজবা। মেজবাকে নাগালের মধ্যে পেয়ে সুমির মধ্যে জেগে ওঠে প্রতিশোধস্পৃহা, সে ফন্দি আটতে থাকে অতীতে ঘটা অন্যায়ের প্রতিশোধ নিতে।

এমন একটা গল্প নিয়ে জোনায়েদ রশিদ নির্মাণ করেছেন টিভি ফিকশন ‌‘দক্রাইম এন্ড পানিশমেন্ট’। শুক্রবার রাত ১০.৩০ টায় মাছরাঙা টেলিভিশনে দেখা যাবে নাটকটি।

টিভি ফিকশনটিতে মেজবা ও সুমি চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ এবং সালহা খানম নাদিয়া। সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রফিউল কাদের রুবেল, লিউনা লুভাইনা, মীর সাজ্জাদ প্রমুখ।

ইমতিয়াজ বর্ষণ বলেন, ‘মেজবা চরিত্রটি ঠিক ব্ল্যাক এন্ড হোয়াইট না, এই চরিত্রে অনেক গ্রে এরিয়া আছে। চরিত্রটা আমার কাছে চ্যালেঞ্জিং ছিল। দর্শকরা কাজটা দেখে আনন্দ পাবেন।’

ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং হয়েছে। একটা বড় অংশের শুটিং হয়েছে তুরাগ নদীতে, যা বেশ কঠিন ছিল পুরো টিমের জন্য। সালহা খানম বলেন, ‘ভালো একটা স্ক্রীপ্টে কাজ করেছি। গল্পটার ম্যাসেজও গুরুত্বপূর্ণ। অনেক বৈচিত্রপূর্ণ লোকেশনে হয়েছে কাজটা। পুরো টিম কষ্টসাধ্য কাজটি অত্যন্ত আনন্দ নিয়ে করেছে।’

নির্মাতা জোনায়েদ রশিদ বলেন, ‘একটি সামাজিক ইস্যুর উপর ভিত্তি করে থ্রিলার ধর্মী গল্পটি নির্মাণ করা হয়েছে। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও কাজটি যত্নসহকারে করার চেষ্টা করেছি। আশা করি দর্শকরা ক্রাইম এন্ড পানিশমেন্ট উপভোগ করবেন।’

আরও পড়ুন