৫ নভেম্বর ২০২৫

চন্দনাইশে মার্শাল আর্টে চ্যাম্পিয়নদের সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা »

উপজেলা ডায়মন্ড মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারের উদ্যোগে বঙ্গবন্ধু ওয়ালটন ৩য় জাতীয় সাভাতে চ্যাম্পিয়নদের সংবর্ধনা সভা গাছবাড়ীয়া অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২ মার্চ) বিকালে সংগঠনের সভাপতি সাবেক চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ও চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, প্রশিক্ষক যথাক্রমে তপন রুদ্র, নিপু সূত্রধর প্রমুখ।

প্রশিক্ষক মো. মনজুর মোরশেদের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, বঙ্গবন্ধু ওয়ালটন ৩য় জাতীয় সাভাতে কমবার্ট এ ২টি গোল্ড প্রাপ্ত মো. আসাদ উল্লাহ ১টি গোল্ড প্রাপ্ত উম্মে ইসরাত জাহান জেরিন, একটি সিলাভার ও একটি ব্রো প্রাপ্ত ওয়াহিদুল ইসলাম, একটি সিলভার প্রাপ্ত মনির হোসেন ও বিচারক মো. মনজুর মোরশেদকে সংবর্ধনা দেয়া হয়।

সংর্বধনা অনুষ্ঠানে আলোচনায় অতিথিগণ বলেছেন, স্বর্ণ, সিলভার, ব্রো প্রাপ্তরা চন্দনাইশের জন্য অহংকার। তাদেরকে উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সম্মান জানানো উচিত। আশা করছি সংশ্লিষ্টরা এ বিষয়টি নজরে নিয়ে পদক্ষেপ গ্রহণ করবেন। তাহলে প্রকৃত মার্শাল আর্টে প্রশিক্ষণার্থীরা আরও উৎসাহিত হবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ