৬ নভেম্বর ২০২৫

সড়কের পাশে পড়েছিল পলিথিন মোড়ানো নবজাতকের মরদেহ

কালুরঘাটে টেম্পুচাপায় প্রাণ গেল কলেজছাত্রীর বাকঁখালী

ফটিকছড়ি প্রতিনিধি »

চট্টগ্রামের ফটিকছড়ি-খাগড়াছড়ি মহাসড়কের পাশে পলিথিনে মোড়ানো এক নবজাতকের বেওয়ারিশ লাশ পাওয়া গেছে।

শুক্রবার উপজেলার সৈয়দা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে মন্ডল পার কবরস্থান এলাকায় কাঁদাযুক্ত পলিথিন থেকে লাশটি উদ্ধার করা হয়। এদিকে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার দিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে মহাসড়কের পাশে কবরস্থানে এই নবজাতকের লাশটি দেখতে পান পথচারীরা। ধারণা করা হচ্ছে, দিনের কোন এক সময়ে নবজাতকটিকে কে বা কারা ওই স্থানে কাঁদাযুক্ত পলিথিন মোড়ানো অবস্থায় রেখে চলে যায়।

ফটিকছড়ি থানা উপ-পরিদর্শক ইকবাল হোসেন ভূঁইয়া জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই এবং ২-৩ দিন বয়সের নবজাতকের লাশটি উদ্ধার করি। লাশটি তদন্তের জন্য সুরতহাল সংগ্রহ করেছি। যেহেতু লাশটি কোন পরিচয় পাওয়া যায়নি, আমরা স্বেচ্ছাসেবী সংগঠন গাউছিয়া কমিটি বাংলাদেশকে লাশটি দাফন কাফনের জন্য হস্তান্তর করি।

গাউছিয়া কমিটির নেতৃবৃন্দ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম, ফটিকছড়ি থানা পুলিশ লাশটি আমাদের হস্তান্তর করলে আমরা দাফনের ব্যবস্থা করি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ