৫ নভেম্বর ২০২৫

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

ক্রীড়া প্রতিবেদক »

বিশ্বকাপের পর চলতি মাসেই প্রথমবারের মতো মাঠে নামছে লাতিন ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল-আর্জেন্টিনা। আর্জেন্টিনা ২টি এবং ব্রাজিল খেলবে ১টি প্রীতি ম্যাচ।

২৬ মার্চ বাংলাদেশ সময় ভোর ৪টায় ইবনে বতুতা স্টেডিয়ামে মরক্কোর মুখোমুখি হবে ব্রাজিল। আর ঘরের মাঠে আর্জেন্টিনা প্রীতি ম্যাচ খেলবে পানামা ও কারাসাওয়ের বিপক্ষে। পানামার সাথে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৩ মার্চ এস্তাদিও মনোমেন্টাল স্টেডিয়ামে। ২৮ মার্চ দ্বিতীয় ম্যাচে কারাসাওয়ারের বিপক্ষে মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়নরা। এই দুই প্রীতি ম্যাচকে সামনে রেখে গতকাল ৩৫ সদস্যের দল ঘোষণা করেছে লিওনেল স্কালোনি। অন্যদিকে ব্রাজিলের নতুন কোচ র‌্যামন মেনেজের নেতৃত্বে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল।

 

আর্জেন্টিনা স্কোয়াড :

ফ্রাংকো আরমানি (রিভার প্লেট), জেরেনিমো রুই (আয়াক্স), এমি মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), জুলিয়ান ফয়থ (ভিয়ারিয়াল), গঞ্জালো মন্টিয়েল (সেভিয়া), নাহুয়েল মলিনা (অ্যাটলেটিকো), নাহুয়েন পেরেজ (উদিনেসে), জার্মান পেজ্জেলা (বেতিস), ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহাম), নিকোলাস ওটামেন্ডি (বেনফিকা), লিসান্দ্রো মার্টিনেজ (ম্যান ইউনাইটেড), নিকোলাস তালিয়াফিকো (লিও), মার্কোস আকুনিয়া (সেভিয়া), লতারো ব্লাংকো (এলচে), লিয়ান্দ্রো পারেদেস (জুভেন্টাস), গুইদো রদ্রিগেজ (বেতিস), এঞ্জো ফার্নান্দেজ (চেলসি), ম্যাক্সিম পেরোন (ম্যান সিটি),এজেকিয়েল প্যালাসিওস (লেভারকুসেন), রদ্রিগো দি পল (অ্যাটলেটিকো), ফাকুন্দো বুয়ানত্তে (ব্রাইটন), থিয়াগো আলমাদা (আটালান্টা), জিওভান্নি লো সেলসো (ভিয়ারিয়াল), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (ব্রাইটন), ভ্যালেন্টিন কারবোনি (ইন্টার), আনহেল ডি মারিয়া (জুভেন্টাস), আনহেল কোরেয়া (অ্যাটলেটিকো), এমিলিয়ানো বুয়েন্দিয়া (অ্যাস্টন ভিলা), লিওনেল মেসি (পিএসজি), পাউলো দিবালা (রোমা), লতারো মার্তিনেজ (ইন্টার), জুলিয়ান আলভারেজ (ম্যান সিটি), আলেহান্দ্রো গারনাচো (ম্যান ইউনাইটেড)

 

ব্রাজিল স্কোয়াড 

এডারসন (ম্যান সিটি), মাইকায়েল (অ্যাটলেটিকো প্যারানেন্স), উইভারটন (পালমেইরাস), আর্থার (আমেরিকা এমজি), এমারসন রয়্যাল (টটেনহাম), অ্যালেক্স তেয়েস (সেভিয়া), রেনান লোদি (নটিংহাম ফরেস্ট), রজার ইবানেজ (রোমা), মার্কিনিওস (পিএসজি), এদার মিলিতাও (রিয়াল মাদ্রিদ), রবার্ত রেনান (জেনিত), আন্দ্রে (ফ্লুমিনেন্স), আন্দ্রে সান্তোস (ভাস্কো দা গামা), কাসেমিরো (ম্যান ইউনাইটেড), জোয়াও গোমেজ (উলভস), লুকাস পাকেতা (ওয়েস্ট হাম), রাফায়েল ভেইগা (পালমেইরাস), অ্যান্টনি (ম্যান ইউনাইটেড), রিচার্লিসন (টটেনহাম), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), রনি (পালমেইরাস) , ভিনিসিয়াস (রিয়াল মাদ্রিদ), ভিক্টর রক (পারানেন্স)

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ