৫ নভেম্বর ২০২৫

সাতকানিয়ায় চোরাই গরুসহ গ্রেফতার ৩

সাতকানিয়া প্রতিনিধি »

সাতকানিয়া থানা পুলিশ চোরাই গরুসহ তিন জনকে গ্রেফতার করেছে। শুক্রবার (৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার ছদাহা ইউনিয়নের বিছিন্নাপাড়া এলাকায় স্থানীয় লোকজনের সহযোগিতায় একটি চোরাই গরুসহ তাঁদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, পার্শ্ববর্তী লোহাগাড়া উপজেলার দরবেশ হাটের সওদাগরপাডা এলাকার মৃত সিদ্দিক আহাম্মদের ছেলে মো. আবুল হোসেন (৫০), একই এলাকার আবুল হোসেনের ছেলে মোহাম্মদ শহীদ (২৬) ও সাতকানিয়ার ছদাহার মৌলবিপাড়া এলাকার আহমদুল হকের ছেলে মোহাম্মদ ইব্রাহিম (১৯)।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, গত শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার ছদাহার বিছিন্নাপাড়া এলাকায় অপরিচিত ৩ জন ব্যক্তি একটি গরু নিয়ে দ্রুত চলে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে তাদের আটক করে গরুর বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। পরে তারা গরু চুরির বিষয়টি স্বীকার করলে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ ঘটনায় গত শুক্রবার দিবাগত রাতে থানায় মামলা হয়েছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ