বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি সীমা রি-রোলিংয়ের অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে।
শনিবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কমরসুল ইউনিয়নের ছোট কুমিরা এলাকায় অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের পর এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
সন্ধ্যায় সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন বলেন, কারখানা থেকে তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে। এ হিসেবে মৃতের সংখ্যা ছয়জন। নিহত সবাই পুরুষ বলে আমাদের ধারণা। তবে আপাতত আমরা লাশের হিসাব করছি।
নিহতদের মধ্যে এখন পর্যন্ত দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- শামসুল আলম (৫০) ও ফরিদ (৩৫)। শামসুলের বাড়ি সীতাকুণ্ডের কদমরসুল এবং ফরিদের বাড়ি ফৌজদারহাটে।












