৭ নভেম্বর ২০২৫

নারায়নহাট স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ফটিকছড়ি প্রতিনিধি »

ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউপির নারায়নহাট উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ মার্চ) এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

জাতীয় সংগীত পরিবেশনা ও উদ্বোধনী সংগীত পরিবেশনার মাধ্যমে শুরু হয় দিনব্যাপী এই আয়োজন।এরপর কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, আধুনিক গান, নৃত্যসহ নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এসময় বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল বশর ও বাসু দেব নাথের সঞ্চালনায় এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি রেহানা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব।

উদ্বোধক ছিলেন মানিকছড়ি ১নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান ফারুক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, জেবুন নাহার মুক্তা, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, জনতা ব্যাংক কর্মকর্তা আবুল মুনছুর।

এছাড়াও উপস্থিত ছিলেন শফিউল আজম, নুরুল আবছার, মুহাম্মদ আজিজ, তারেক বিন সালাম টিপু, স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ আবু তৈয়ব বলেন, ‘আমি আগামী অর্থবছরে শিক্ষাপ্রতিষ্ঠানের কাজ এই বিদ্যালয়ে একটি আইসিটি ভবন দিয়েই শুরু করব। বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের দায়িত্ব সরকারের, মনোযোগ সহকারে পড়াশোনা করে ভালো ফলাফল করার দায়িত্ব শিক্ষার্থীদের।’

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ