২২ ডিসেম্বর ২০২৫

বোয়ালখালীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় যুবলীগ নেতাকে জরিমানা

বোয়ালখালী প্রতিনিধি »

চট্টগ্রামের বোয়ালখালীতে আচরণবিধি ভঙ্গ করে নির্বাচনী প্রচারণার দায়ে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. শাহাদাত হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় সড়কে ইট রাখায় মো. ইলিয়াছ নামের এক ইট ব্যবসায়ীকে ২০ হাজার টাকার জরিমানা করা হয়েছে।

রোববার (৫ মার্চ) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন এ আদালত পরিচালনা করেন।

তিনি জানান, সড়কের জায়গা দখল করে ইটের ব্যবসা করছিলেন মো. ইলিয়াস নামের এক ব্যবসায়ী। তিনি জনদুর্ভোগ সৃষ্টি করায় সংশ্লিষ্ট আইনে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আসন্ন উপজেলা পরিষদ উপনির্বাচন উপলক্ষ্যে প্রচারণার সময় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা অনুযায়ী শাহাদাত হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা গেছে, যুবলীগ নেতা শাহাদাত হোসেন গাড়িতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিমের নির্বাচনী পোস্টার সাঁটিয়ে প্রচারণা করছিলেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ