বাংলাধারা প্রতিবেদক »
জাতীয় শিশু-কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা রাঙ্গুনিয়া উপজেলা আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে সাঈদ মাহমুদ রনিকে সভাপতি, ডা. পংকজকে সিনিয়র সহ-সভাপতি ও মানিক কান্তি দাশকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
রোববার (৫ মার্চ) বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা চট্টগ্রাম উত্তরজেলা সভাপতি মো. জাবেদ জাহাঙ্গীর টুটুল ও সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেয়া হয়।
এর আগে দু’দুবার সভাপতি নির্বাচিত হয়েছিলেন সাঈদ মাহমুদ রনি। মূলত দক্ষ যুব সংগঠক রনির হাত ধরেই রাঙ্গুনিয়ায় সাড়া ফেলেছে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা। দায়িত্ব নেওয়ার পর থেকেই রাঙ্গুনিয়াজুড়ে নানা সামাজিক-মানবিক কর্মকাণ্ডে সরব উপস্থিতি দেখে গেছে এ জাতীয় সংগঠনের।
পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় সাঈদ মাহমুদ রনি বাংলাধারাকে বলেন, ‘গণমানুষের কল্যাণে কাজ করাই আমার নেশা। দায়িত্বকে মানবসেবার অনন্য মাধ্যম হিসেবে ধারণ করে এ পর্যন্ত এসেছি। যখন যে দায়িত্ব দেয়া হয়েছে তা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে পালনের চেষ্ঠা করেছি। দায়িত্ব পালনে কখনো পিছপা হইনি। আবার যেহেতু দায়িত্ব পেয়েছি সেহেতু প্রাণপণ চেষ্টা চালিয়ে যাব এ পবিত্র দায়িত্ব পালন করার। এজন্য আমি রাঙ্গুনিয়ার সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করছি।’
নতুন কমিটি কেমন হয়েছে জানতে চাইলে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা সরফভাটা ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক ছাত্রনেতা মো. হাসান আলী বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, নতুন কমিটি আগামীর কর্মপরিকল্পনা দেশরত্ন শেখ হাসিনার হাতকে আরও বেশি শক্তিশালী করবে। এমন একটি ভালো কমিটি উপহার দেয়ার জন্য দেশরত্ন শেখ হাসিনা ও আধুনিক রাঙ্গুনিয়ার রূপকার, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, আমাদের অভিভাবক তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
তিনি আরও বলেন, ‘নতুন সভাপতি এবং সাধারণ সম্পাদক উভয়ের বিভিন্ন ইউনিটে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা রয়েছে এবং তারা যেকোনো প্রকার চ্যালেঞ্জ মোকাবিলায়ও সক্ষম। তাদের নেতৃত্বে সাংগঠনিক কাজ আরও গতিশীল হবে বলে আমার বিশ্বাস।’
এদিকে একজন দক্ষ, বলিষ্ঠ ও দায়িত্বশীল সংগঠক সাঈদ মাহমুদ রনির হাতে পুনরায় বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলায় দায়িত্ব দেয়ায় রাঙ্গুনিয়াজুড়ে যুব সংগঠদের মাঝে আনন্দ বিরাজ করছে। বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন সাঈদ মাহমুদ রনিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সাঈদ মাহমুদ রনি পদুয়া ইউনিয়নের সুখবিলাস গ্রামের মরহুম মোহাম্মদ আলী তালুকদারের সন্তান। স্কুল জীবন থেকেই ছাত্র রাজনীতি শুরু করেন রনি। পদুয়ার এই কৃতি সন্তান বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত।
সুখবিলাস শেখ রাসেল স্মৃতি সংসদের সাবেক সভাপতি সাঈদ মাহমুদ রনি এখন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য, পদুয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।













