সাতকানিয়া প্রতিনিধি »
বাসের যাত্রী সেজে কক্সবাজার থেকে চট্টগ্রামে ইয়াবা নিচ্ছিল স্বামী-স্ত্রী। মাঝ পথে দুজনই ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ পুলিশের হাতে ধরা পড়েন।
রবিবার (৫ মার্চ) দিবাগত রাতে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের কেরানীহাটের উত্তরে খুনি বটতল এলাকায় সাতকানিয়া থানা পুলিশের অভিযানে গ্রেফতার হন।
গ্রেফতারকৃতরা হলেন- সিদ্দিক প্রকাশ বাবু (২৬) এবং সাহিদা আক্তার (২২)।
বাবু কক্সবাজার পৌরসভার লাইট হাউজ কিন্ডার গার্ডেন এলাকার আজিজ হাসানের ছেলে বলে পুলিশের কাছে তথ্য দেন।
সাতকানিয়া থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত বাংলাধারাকে বলেন, বাসের যাত্রী সেজে স্বামী-স্ত্রী মিলে কক্সবাজার থেকে ইয়াবা নিচ্ছে এমন সংবাদ পেয়ে গত রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মহাসড়কের কেরানীহাটের উত্তরে খুনি বটতল এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় স্বামী-স্ত্রী দুজনের কাছে ১ হাজার ৫০০ পিস ইয়াবা পাওয়া যায়। তারা পোশাকের ভেতর দিয়ে ইয়াবাগুলো বিক্রির জন্য চট্টগ্রামে নিয়ে যাচ্ছিল।
এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।













