ক্রীড়া প্রতিবেদক »
ঢাকায় টানা দুই ম্যাচ হারে আগেই সিরিজ খুইয়েছে টাইগাররা। সিরিজের তৃতীয় ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে আজ (সোমবার) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অধিনায়ক তামিম।
তবে শুরুটা বরাবরই হয়েছে ব্যাটিং ব্যর্থতায়। দুই ওপেনার লিটন ও তামিম দ্রুতই ফিরে গেলে চাপে পড়ে টাইগাররা। এরপর অবশ্য শান্ত ও মুশফিকের দায়িত্বশীল ব্যাটিংয়ে এগোতে থাকে বাংলাদেশ।অর্ধশত (৫৩) পূর্ণ করে দ্রুতই ফিরে শান্ত। আদিল রশিদের ঘূর্ণিতে ৯৩ বল খরচে ৭০ রান করে ফিরেন মুশফিক।
এরপরের সময়টা একপাশ থেকেই সামলে গেছে সাকিব। সাকিবের ৭৫ রানে অপরপ্রান্তে এসে ফিরেছেন মাহমুদউল্লাহ, আফিফ, মেহেদি ও তাইজুল। নির্ধারিত ৫০ ওভারের ৭ বল বাকী থাকতেই সব উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ২৪৬ রান।
বাংলাদেশের দেওয়া ২৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে দুই ইংলিশ ব্যাটার জেসন রয় এবং ফিলিপ সল্ট। নবম ওভারে দলীয় ৫৪ রানে ফিলিপ সল্টকে আউট করে ব্রেক থ্রু এনে দেন সাকিব। ২৫ বলে ৩৫ রান করে পেরেন এই ইংলিশ ওপেনার। পর পর ২ ওভারে ২ উইকেট নিয়ে জয়ের আশা জোড়ালো করে টাইগাররা। ১ রানের ব্যবধানে ৩ উইকেট হারায় জস বাটলারের দল। ডেভিড মালানকে শূন্য রানে ফেরান এবাদত। ৩৩ বলে ১৯ করে সাকিবের বলে আউট হন সেট ব্যাটার জেসন রয়। পাওয়ার প্লে শেষে ইংলিশদের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ৫৫ রান। উইকেট হারিয়ে যখন চাপে পড়ে ইংলিশরা তখন দায়িত্বশীল ব্যাটিংয়ে একপাশ আগলে রাখেন জেমস ভিন্স। তাকে সঙ্গ দেন স্যাম কেরান। সাকিবের দুর্দান্ত ডেলিভারিতে পরাস্ত হন জেমস ভিন্স। ২৬.৫ ওভারে দলীয় ১২৭ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ৩৮ রান করে তিনি সাজঘরে ফেরেন। ওপরপ্রান্তে মঈন আলী, আদিল রশিদ ও রেহান আহমেদদের আসা যাওয়ায় ইংলিশদের ইনিংস থামে রানে।
৭৫ রান ও ৪ উইকেটে নিয়ে ম্যাচ সেরা হন সাকিব। এছাড়া তাইজুল ও এবাদত নিয়েছেন ২টি এবং মুস্তফিজ ও মিরাজ নেন ১টি করে উইকেট।













