২৭ অক্টোবর ২০২৫

পোশাক শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় বিজিএমইএ অঙ্গীকারাবদ্ধ : ফারুক হাসান

বাংলাধারা ডেস্ক »

পোশাক শিল্পের শ্রমিক-কর্মচারী এবং স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর সেবা প্রদানের লক্ষ্যে চট্টগ্রাম বিজিএমইএ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অত্যাধুনিক ডিজিটাল এক্সরে মেশিন স্থাপন করা হয়েছে।

রবিবার (৫ মার্চ) বিকেলে নগরীর সল্টগোলা এলাকায় অবস্থিত বিজিএমইএ হাসপাতালে অত্যাধুনিক এই এক্সরে মেশিনটি উদ্বোধন করেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

এ সময় তিনি বলেন, পোশাক শিল্পের শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় বিজিএমইএ’র সিএসআর কার্যক্রমের আতওায় বিভিন্ন ধরণের সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। ঢাকা, চট্টগ্রাম ও নারায়নগঞ্জে বিজিএমইএ হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে এ’শিল্পের শ্রমিক-কর্মচারী সহ স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীকে সেবা প্রদান করা হচ্ছে। শ্রমিকদের সন্তানদের বিনামূল্যে বিজিএমইএ স্কুল হতে পাঠদান ও শিক্ষা উপকরণ প্রদান করা, শ্রমিকদের উন্নত বসবাসের জন্য ডরমিটরী স্থাপন সহ বিভিন্ন সামাজিক কর্মসূচীর মাধ্যমে একটি উন্নত সমাজ গঠনে বিজিএমইএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি বিজিএমইএ হাসপাতালের সেবা প্রদান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে আরো বলেন, চট্টগ্রামের শ্রমিক কর্মচারী ও স্থানীয় জনসাধারণের উন্নত স্বাস্থ্য সেবায় বিজিএমইএ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বেগবান করার লক্ষ্যে অত্যাধুনিক ডিজিটাল এক্স-রে মেশিন স্থাপন করা হয়েছে। ভবিষ্যতে এ হাসপাতালকে অন্যান্য রোগ নিরূপনকারী অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপনের মাধ্যমে সজ্জিত করা হবে।

বিজিএমইএ হাসপাতালের পরিচালক ইনচার্জ মিরাজ-ই-মোস্তফা কায়সারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিজিএমইএ’র সহ-সভাপতি জনাব রাকিবুল আলম চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

উদ্বোধন কালে বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি জনাব সৈয়দ নজরুল ইসলাম, সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, পরিচালকবৃন্দ সর্বজনাব এ.এম. শফিউল করিম (খোকন), এম. এহসানুল হক, বিজিএমইএ হাসপাতালের পরিচালক ইনচার্জ জনাব মিরাজ-ই-মোস্তফা কায়সার, বিজিএমইএ হাসপাতাল বিষয়ক স্থায়ী কমিটির কো-চেয়ারম্যান জনাব লিয়াকত আলী চৌধুরী ও প্রাক্তন পরিচালক জনাব অঞ্জন শেখর দাশসহ বিভিন্ন পোশাক শিল্পের মালিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন