মিরসরাই প্রতিনিধি »
মিরসরাইয়ে খড়ের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৬ মার্চ) ভোর আনুমানিক ৫ টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের জয়পুর পূর্ব জোয়ার গ্রামের আবদুল মুনাফ সওদাগর বাড়ির দিদারুল আলমের খড়ের গাদায় আগুন দেওয়ার ঘটনা ঘটে।
এ সময় খড়ের গাদার পাশে বেশ কয়েকটি বাড়ির বাসিন্দাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। পরে মিরসরাই ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
ক্ষতিগ্রস্ত দিদারুল আলম জানান, সোমবার ভোরে দুর্বৃত্তরা আমার খড়ের গাদায় আগুন লাগিয়ে দেয়। এরপর এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে। এলাকার লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা সময়মতো না এলে হয়তো বাড়ি-ঘরে আগুন লেগে বড় ধরনের ক্ষতি হতে পারতো। খড়ের গাদায় পুড়ে আমার প্রায় ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে।
যোগাযোগ করা হলে মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি জানান, সোমবার ভোরে করেরহাট ইউনিয়নে আগুন লাগার খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। অন্যাথায় আরো বেশি ক্ষয়ক্ষতি হতে পারতো।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন বলেন, করেরহাট ইউনিয়নের জয়পুর পূর্বজোয়ার এলাকায় খড়ের গাদায় আগুন লাগার বিষয়টি অবগত নই। এ বিষয়ে কেউ জানায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।













