লোহাগাড়া প্রতিনিধি »
লোহাগাড়ার চুনতিতে শ্যামলী (এসি) পরিবহন ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে কাভার্ডভ্যান চালক গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহত কাভার্ডভ্যান চালকের পরিচয় পাওয়া যায়নি।
মঙ্গলবার (৭ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী আবদুর রহিম বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শ্যামলী (এসি) পরিবহনের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এ সময় বাস ও কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে মারাত্মক আহত হন ট্রাকচালক। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. খান মোহাম্মদ এরফান বাংলাধারাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। আহত কাভার্ডভ্যানের চালকের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনাকবলিত দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি দুটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে।
জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনা মারাত্মক রূপ আকার ধারণ করেছে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। যার কারণে এই মহাসড়কের নিয়মিত যাত্রীরা উৎকণ্ঠার মধ্যে পড়েছেন। বিপরীতমুখী গাড়ির মুখোমুখি সংঘর্ষ, নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়া, অপ্রশস্ত মহাসড়ক, বিপদজনক বাঁক, ওভারটেকিং, অপ্রশিক্ষিত চালক, বেপরোয়া গতি ও দেশের বিভিন্ন স্থান থেকে আসা চালকদের এই সড়ক সম্পর্কে ধারণা না থাকা প্রতিনিয়ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটছে।
লোহাগাড়া ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) কমিটির সহ-সভাপতি ডা. ওমর ফারুক বাংলাধারাকে বলেন, মহাসড়কের লোহাগাড়া অংশে নিত্য দুর্ঘটনাকে স্বাভাবিক দুঘর্টনা হিসেবে বিবেচনা করা যাবে না। দুর্ঘটনা কবলিত স্পটগুলো বিষয়ে বিশেষজ্ঞ পর্যায়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থার দাবি জানাচ্ছি।













