লোহাগাড়া প্রতিনিধি »
চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর খননের নামে মাটি কেটে বিক্রি করার অভিযোগে মো. জসিম উদ্দিন (৩৯) নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৬ মার্চ) দিনগত রাতে উপজেলার পদুয়া ইউনিয়নের নাওঘাটা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজাহান।
তিনি জানান, স্থানীয় মো. জসিম উদ্দিন পুকুর খননের নাম করে মাটি কেটে বিভিন্ন জায়গায় বিক্রি করে। মাটি পরিবহন করে উক্ত এলাকায় নির্মিত সড়কের ব্যাপক ক্ষতিসাধন করে। এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় তার কর্মকাণ্ডের জন্য সতর্ক করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় থানা পুলিশ এবং আনসার বাহিনী সহায়তা করে। জনস্বার্থে ও জনকল্যাণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।