রাঙ্গুনিয়া প্রতিনিধি »
জমি লিখে না দেওয়ায় বাবা-মাকে পিটিয়ে আহত করেছে এক ছেলে। ছেলের এমন অত্যাচারে অতিষ্ঠ হয়ে বিচার দাবি করেছেন বাবা-মা। শুধু তাই নয়, ওই ছেলের নামে থানায়ও অভিযোগ করেছেন মারধরের শিকার বাবা আলী আকবর (৬০)।
ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বক্ষ্মোত্তর হাজীপাড়া এলাকায়।
এছাড়া ৩ লাখ টাকার ফসল নষ্ট করে পানির সেচ পাম্পে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় পেট্টোল দিয়ে বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দেয় অভিযুক্ত ওই ছেলে।

আজ বুধবার (৮ মার্চ) দুপুরে ছেলের হাতে মারধরের শিকার বাবা-মা শরীরের ক্ষতচিহ্ন সাংবাদিকদের দেখিয়ে ছেলের বিচার দাবি করেন। এর আগে মঙ্গলবার (৭ মার্চ) নিজ বাড়িতে ঘটনাটি ঘটে।
জানা যায়, গত বৃহস্পতিবার রাতে জমির জন্য বাবা-মাকে মারধর করতে যায়। এতে বড় ভাইয়ের স্ত্রী সুরমা আক্তার বাধা প্রদান করেন। এসময় ভাবি বাধা দেওয়ায় ভাবিকেও মারধর করা হয়।
বাবা আলী আকবর বলেন, আমার দুই ছেলে। বড় ছেলে বিদেশে থাকে এবং ছোট ছেলে আবু জাহেদ। সেও বিদেশ থেকে আসছে দুইমাস হচ্ছে। আসার পর থেকে আমাকে ও আমার স্ত্রীকে বিভিন্নভাবে অত্যাচার করতে থাকে। সব জায়গা-জমি তার নামে লিখে দিতে হবে।
তিনি বলেন, বড় ছেলে আসুক এরপর সবকিছু ঠিক করে দিব। তাতে তার মন গলে না।

বাবা আলী আকবর বলেন, মঙ্গলবার শবে বরাতের রোজা ছিল। সারাদিন রোজা রেখে ক্ষেতে কাজ করেছি। ক্ষেতের কাজ শেষ করে বাড়িতে গেলে জাহেদ আমাকে মারধর করতে থাকে। এসময় আমার স্ত্রী এগিয়ে আসলে তার হাত ভেঙে দেয়। এমনকি সে আগেও আমাদেরকে বিভিন্ন মারধর করেছে। ঘরের আসবাবপত্র ভাঙচুর করেছে।
মা রোকেয়া বেগম বলেন, ছেলে নেশাগ্রস্ত হয়ে বাড়িতে এসে ভাঙচুর করে। আমাদের সবাইকে পেট্টোল দিয়ে পুড়িয়ে মারবে বলেও হুমকি দেয় ছেলে জাহেদ।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নুর উল্লাহ বলেন, ফসলি ক্ষেত কেটে নষ্ট এবং পানির সেচ পাম্পে আগুন লাগানোর অভিযোগ পেয়ে আইনের আশ্রয় নিতে পরামর্শ দিয়েছি। বাবা-মাকে মারধরের বিষয়টি আমাকে জানানো হয়নি। বাবা-মাকে মারধর করার ঘটনাটি ন্যাক্কারজনক। ছেলে হয়ে বাবা-মায়ের গায়ে হাত তোলা ঠিক হয়নি। তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খাঁন নুরুল ইসলাম বলেন, আজ বাবা-মাকে মারধর এবং ফসল নষ্ট করে সেচ পাম্পে আগুনের বিষয়টি জেনে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।












