৫ নভেম্বর ২০২৫

চন্দনাইশে ইটভাটা থেকে ২ জনকে অপহরণ করল পাহাড়ি সন্ত্রাসীরা

চন্দনাইশ প্রতিনিধি »

চট্টগ্রামের চন্দনাইশের একটি ইটভাটা থেকে দুইজনকে অপহরণ করেছে পাহাড়ি সন্ত্রাসীরা।

বুধবার (৮ মার্চ) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ হাশিমপুর পাহাড় সংলগ্ন মেসার্স বার আউলিয়া ব্রিক ফিল্ডে এ ঘটনা ঘটে।

অপহৃত দুজন হলেন- ব্রিক ফিল্ডের মালিক আবু তাহেরের ভাই আবুল কালাম (৫৫) ও একই এলাকার ইউনুছ (৪৮)।

জানা গেছে, এই সময় ব্রিক ফিল্ডের দুই শ্রমিক আবছার (৩৫) ও সোহেলকেও (৩৩) অপহৃণ করেছিল। কিন্তু পূর্ব দিকে পাহাড়ের গভীর অরণ্যে নিয়ে যাওয়ার সময় আবছার ও সোহেলকে ছেড়ে দেয়। আবুল কালাম ও ইনুছকে নিয়ে যায়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত পরিবারের সদস্যদের সাথে অপহরণকারীদের সাথে কোনো যোগাযোগ হয়নি বলে জানান।

এ ব্যাপারে চন্দনাইশ থানার সেকেন্ড অফিসার খালেকুজ্জামান জানান, তারা বিষয়টি শুনে ব্রিক ফিল্ডে সরেজমিনে গিয়ে খোঁজ খবর নেন। তবে তাদের পরিবারের সদস্যরা কোন রকম তথ্য দিচ্ছেন না বলে জানান এবং থানায়ও লিখিতভাবে কেউ অভিযোগ করেননি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ