৫ নভেম্বর ২০২৫

লোহাগাড়ায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন আহত

লোহাগাড়া প্রতিনিধি »

চট্টগ্রামের লোহাগাড়ায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মো. ইউসুফ (৪৫) নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় অপর বাইকচালকও আহত হন।

শুক্রবার (১০ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার উপজেলা পরিষদ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত ইউসুফ উপজেলার চুনতি ইউনিয়নের সাতগড় ছিড়ামুরা এলাকার এজাহার মিয়ার পুত্র। তিনি বটতলী আইস পার্ক মার্কেটের ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে কক্সবাজারমুখী একটি মোটরসাইকেলের সাথে বিপরীতমুখী আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহত ইউসুফকে উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেন।

আইস পার্ক মার্কেটের ব্যবসায়ী ফয়সাল রশিদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে এসেছি। আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার এসআই রহমান বাংলাধাকে জানান, দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহত এক মোটরসাইকেল আরোহীর মাথায় গুরুতর জখম হয়েছে। তাকে চট্টগ্রাম উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নিয়ে গেছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ